মালদা

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে নার্সারি প্রশিক্ষণ শিবির গাজোলে

১৬মে থেকে চলা প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি হল ১৯মে।  মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীন কর্মসংস্থান সুনিশ্চিতকরন প্রকল্পের উদ্যোগে গাজোল ব্লক ডেভল্পমেন্ট সহযোগীতায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল।  অন্নদা শঙ্কর সদনে স্বনির্ভর গোষ্টির মহিলাদের নিয়ে এই নার্সারি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। গাজোল ব্লকের ১৫টি অঞ্চলের মধ্যে প্রথম পর্যায়ে ৯টি অঞ্চলের চব্বিশটি স্বনির্ভর দলের তিন জন করে মোট বাহাত্তর জন মহিলা এবং চৌদ্দ জন নার্সারি সুপারভাইজারদের নিয়ে এই নার্সারি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই দিন প্রশিক্ষক হিসেবে উপস্তিত ছিলেন শ্রীকৃষ্ণ দেব ভার্মা ও বিকাশ রঞ্জন সরকার প্রমুখ।  এই কয়েক দিন ধরে প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন ধরনের গাছের কলম বাধা, চারা গাছ তৈরী, সেচ ব্যবস্থা, সেভ নেটের ব্যবহার, সার বীজ প্রয়োগ এর ব্যবহার নিয়ে আলোচনা হয়। পাসাপাশী প্রশিক্ষণ শিবিরে প্রজেক্টরের মাধ্যমে ও হাতে কলমে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। স্বনির্ভর গোস্টির ১০০ দিনের প্রকল্প গুলির কাজ রয়েছে নার্সারি করে জব কার্ডের মাধ্যমে মজুরী হিসাবে পেতে পারে। এই প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে নার্সারিতে তৈরী চারা গাছ গুলি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবে স্বনির্ভর গোষ্টির মহিলারা। নার্সারি করার জন্য স্বনির্ভর গোষ্টি গুলিকে ১০০ দিনে মজুরীর সাথে নার্সারি  সরঞ্জাম
হিসাবে বীজের পেকেট, সার মাটি, বেড়া, নেট সবই এম, জি, এন, আর, ই, জি, এস এর মাধ্যমে গ্রাম পঞ্চায়েত গুলি সরবরাহ করবে।